ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করল সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট

0

ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট তাদের সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করেছে।

সিরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ রবিবার দিনের শুরুর দিকে অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিমান দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। গণমাধ্যমগুলো বলছে, দামেস্কের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর এই আগ্রাসন চালায় ইসরায়েল।

সিরিয়ায় ২০১১ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর থেকে ইসরায়েল দেশটির ভেতরে প্রায়ই হামলা করে আসছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here