১২০ টাকায় পুলিশে চাকরি

0

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি হয়েছে দরিদ্র বাবার কন্যা জয়নবের। চাকরি নামের সোনার হরিণ পাওয়ায় এখন ছোট্টবেলার স্বপ্ন পূরণ হলো তার। এদিকে কোন ধরণের ঘুষ ছাড়াই অভাব অনটনের সংসারে ৪র্থ মেয়ের চাকরির খবর শুনে অনেকটাই হতবাক হলেন তার শ্রমিক বাবা শাহ আলম। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচ পাড়া গ্রামের বাসিন্দা তারা। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফলের পর শনিবার রাতে এমন অভিব্যক্তি প্রকাশ করেন বাবা ও মেয়ে। একইভাবে জেলার মোট ৪৪ জনের চাকুরি হয়েছে বলে জানায় পুলিশ সুপার। ফলাফলের পর আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন পরিবারসহ উত্তীর্ণরা সবাই। 

জানা যায়, স্ত্রী ডলি আক্তার ও ৫ মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার চলছিল ৬৫ বছর বয়সী শ্রমিক শাহ আলমের। জীবনযুদ্ধে কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর এখন বৃদ্ধ বয়সে বেকার তিনি। এমন প্রেক্ষপটে এসে ৪র্থ মেয়ে বিবি জয়নবের সরকারি চাকরির খবর পেয়ে অনেকটাই আশ্চার্য হন তিনি। চোখের জল টলমলে অবস্থায় অনুভূতি প্রকাশ করেন এই বাবা। কোন ধরণের ঘুষ ছাড়াই মেয়ের চাকরি হওয়ায় সংসারে স্বচ্ছলতা ফিরবে এখন এমনটাই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here