মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি’ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ছবি তুলেই স্বামী নিক জোনাসকে নিয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর অটোরিকশাকে কেন্দ্র করে নিকের সাথে নানা পোজে ছবি তোলেন এই দেশি গার্ল।
মুম্বাইয়ের রাস্তায় তোলা সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
রুপার সুতা এবং খাদি সিল্কের ওপর ওই পোশাক তৈরিতে ডিজাইনার অমিত আগারওয়াল এবং টিমের সময় লেগেছে ছয় মাস নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। আর পোশাকে ব্যবহার করা হয়েছে নয়টি রঙ। বারাণসীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়েই এ ধরনের পোশাক তৈরির ইচ্ছে হয়েছিল প্রিয়াঙ্কার। ইচ্ছে পূরণ করায় অমিতকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।