বর্তমানে এক্স নামেই পরিচিত টুইটার। ইলন মাস্কের মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ২০০৬ সালের ২১ মার্চ যাত্রা শুরু করেছিল। জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং সেই বছরের জুলাই মাসে এই প্ল্যাটফর্মটি চালু হয়।
মাইক্রোব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে নিবন্ধিত ব্যবহারকারীরা টুইট পোস্ট, লাইক এবং পুনঃটুইট করতে পারে। কিন্তু অনিবন্ধিত ব্যবহারকারীরা শুধুমাত্র সেই টুইটগুলোই পড়তে পারে, যা সার্বজনীনভাবে উপলব্ধ।
প্রতিদিন বিশ্বের কয়েকশ বিলিয়ন ব্যবহারকারী এখানে ট্যুইট করেন। তবে জানেন কি, টুইটারের প্রথম টুইটটি কে করেছিলেন, আর কী ছিল সেই টুইট?
টুইটারে প্রথম টুইট করেছিলেন টুইটারের নির্মাতা জ্যাক ডরসি নিজেই। ২০০৬ সালের মার্চে টুইটারে প্রথম টুইটটি করেন জ্যাক। মার্চের ২২ তারিখ রাত ২টা ২০ মিনিটে প্রথম টুইট করে জ্যাক লেখেন ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার অর্থাৎ আমরা টুইটার মাত্র তৈরি করেছি।’
টুইটারের ১৫ বছর বর্ষপূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়া হিসেবে নিলামের সিদ্ধান্ত নেন জ্যাক। জ্যাক ডরিসের টুইটটির দাম ওঠে দুই মিলিয়ন ডলার। সর্বোচ্চ এই দাম এসেছে ব্লকচেইন প্ল্যাটফর্ম ট্রোনের প্রতিষ্ঠাতা জাস্টিন সানের কাছ থেকে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিটটরেন্টেরও প্রধান।