আইপিএলের শুরুতেই যে রেকর্ড গড়লেন কোহলি

0

এ বারের আইপিএল শুরু হতেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শুক্রবার থেকে শুরু হয়েছে আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলে পরাজিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

শুক্রবার আরসিবি’র হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন কোহলি।

একাধিক ক্রিকেটার এই বছর ১৭টি আইপিএল খেলবেন। কিন্তু তারা কেউই একই দলের হয়ে ১৭তম আইপিএল খেলবেন না।

চেন্নাইয়ের মহেন্দ্র সিংহ ধোনি সব ক’টি আইপিএল খেলেছেন। কিন্তু দু’বছরের জন্য চেন্নাই আইপিএলে নির্বাসিত ছিল। সেই দু’বছর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। রোহিত শর্মাও সব আইপিএল খেলেছেন। কিন্তু তিনি প্রথম দু’বছর ডেকান চার্জার্সের (এখন সানরাইজার্স হায়দরাবাদ) হয়ে খেলেছিলেন। পরে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। এছাড়াও ঋদ্ধিমান সাহা ১৭তম আইপিএল খেলছেন। কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ফলে টানা একই দলের হয়ে ১৭টি আইপিএল খেলার রেকর্ড গড়া হয়নি তারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here