রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে অন্তত পাঁচজন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালায়। হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন।
রাশিয়ার সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, পাঁচজনের একটি দল এই হামলায় জড়িত। তারা ক্রোকাস কনসার্ট হলে গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ছদ্মবেশ ধারণ করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়।
উল্লেখ্য, এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যে সময় দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।
তথ্য সূত্র- রয়টার্স।