শেষ এক ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে বেশ চাপে টাইগাররা

0

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো শ্রীলঙ্কা। পরে সেই চাপ সামলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ও সাতে নামা ব্যাটার।

প্রথম দিনের শেষ সেশনের শেষ ঘণ্টায় বাংলাদেশ যেন বিপর্যস্ত হলো আরো বেশি। এরই মধ্যে খোয়া গেছে তিন উইকেট। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাঠে নামার আগেই তাই অনেকটা চাপেই আছে টিম টাইগার্স।

দুই উইকেট পতনের পর বেশিক্ষণ টিকতে পারলেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও। শেষ দিকে আর বিপদ হতে দেননি মাহমুদুল হাসান জয় ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। জয় ৩৪ বলে ৯ ও তাইজুল ১ বলে ০ রানে অপরাজিত থেকে নতুন দিনের খেলা শুরু করবেন।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েও কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভারে ২৮০ রানে থেমেছিল লঙ্কানদের ইনিংস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here