ইউক্রেনকে নতুন সেনা মোতায়েন অব্যাহত রাখতে বলছে ন্যাটো

0

ন্যাটো সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কিয়েভকে আরও বেশি সেনা নিয়োগ করতে হবে।

 ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক আয়োজিত কিয়েভ সিকিউরিটি ফোরামের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পশ্চিমারা অর্থ ও গোলাবারুদ সরবরাহ করতে পারলেও জনশক্তি সরবরাহ ইউক্রেনকেই করতে হবে। কারণ, তাদের দেশ আজ বিপন্ন।

তিনি আরও বলেন, ২০২৩ সালে বিশ্ব হয়তো অতিমাত্রায় আশাবাদী ছিল। কিন্তু ২০২৪ সালে অতিরিক্ত হতাশাবাদী হয়ে একই ভুল করা আমাদের উচিত হবে না। যুদ্ধের সময় ইউক্রেনের স্থিতিস্থাপকতা এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন বাউয়ার।

বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি। সিরস্কি ফেসবুকে বলেছেন, গোলাবারুদ সরবরাহ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সূত্র: আরটি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here