সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। টানা দুই ম্যাচে ডাক মেরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান তিনি। তবে টেস্টে লিটন দলের ভরসা অনেক দিন ধরে।
৬৮ ইনিংসের ক্যারিয়ারে ১৬ হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরি। ৩৬.২৭ গড়ে করেছেন ২৩৯৪ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টেস্টেও অপরাজিত ছিলেন ৬৬ রানে। ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্টে ভালো করবেন লিটন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এমন আশা করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।