বেগুনি জার্সিতে শুরুতেই দারুন আশ্বাস স্টার্কের

0

বেগুনি জার্সিতে প্রথমদিন নেমেই উইকেট পেলেন মিচেল স্টার্ক। নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচে গুরবাজকে এলবিডব্লিউ করেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি এই ক্রিকেটার। যা দেখে স্বস্তিতে কেকেআর ভক্তরা। 

গত রবিবার রাতে কলকাতা শহরে পা রেখেছেন স্টার্ক। পরদিন সোমবার রাতে কেকেআরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ছিল। সকালে শ্রেয়াস আইয়ার মাঠে নেমে পড়লেও ছিলেন না স্টার্ক। ওইদিন সন্ধ্যায় নাইটদের হয়ে প্রথমবার ইডেনে পা রাখলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার। তার আগেই দলবল নিয়ে ইডেনে পৌঁছে যান গৌতম গম্ভীর। স্টার্ককে দেখার জন্য বাইরে ভিড় জমিয়েছিল সমর্থকরা। শুরুতে রিঙ্কু, রাসেলদের সঙ্গে ওয়ার্ম আপ সারেন অজি তারকা।

ডাগআউটে বসে প্রস্তুতি ম্যাচ দেখেন গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত। এদিন ইডেনে কেকেআরের প্র্যাকটিসে হাজির ছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা অ্যান্ড্রু ফ্লিনটফ। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির হাতে নাইটদের জার্সি তুলে দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।‌ ছিলেন সচিব নরেশ ওঝা এবং পিচ কিউরেটর সুজন মুখার্জি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here