হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী

0

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। তবে কী অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছুই জানায়নি তার পরিবার।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শোনা যাচ্ছে পেসমেকার বসানো হতে পারে। কিন্তু পুরো বিষয়টিই আপাতত পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে।

সব্যসাচীর হার্টে ব্লক ধরা পড়েছে, পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও নাতির অন্নপ্রশনের অনুষ্ঠানে বেশ চনমনে ছিলেন তিনি। বলা যায় সবকিছু নিজের হাতে সামলেছিলেন এই গুণী অভিনেতা। তবে ঠিক কী কারণে সব্যসাচীকে হঠাৎ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি পরিবারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here