বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রতিবেদন আহ্বান

0

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বিতীয়বারের মতো ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও জাতীয় অর্থনীতির সম্ভাবনাময় খাত জুয়েলারি শিল্প নিয়ে তথ্যবহুল, অনুসন্ধানী ও গবেষণাধর্মী কাজে পেশাদার সাংবাদিকদের অনুপ্রাণিত করতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এজন্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ প্রতিবেদন আহ্বান করা হচ্ছে।

যেসব প্রতিবেদনের ভিত্তিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে সেগুলো হলো যথাক্রমে : ১. জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা। ২. অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান। ৩. নতুন বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। ৪. বৈশ্বিক প্রেক্ষাপটে জুয়েলারি খাতের সম্ভাবনা। ৫. রপ্তানি সম্ভাবনা ও প্রতিযোগিতা সক্ষমতা। ৬. জুয়েলারি খাতে ব্যাংকের অর্থায়ন। ৭. জুয়েলারি খাতে স্বর্ণ নীতিমালার প্রভাব। ৮. ব্যাগেজ রুলস। ৯. অলংকারের মান ও ডিজাইন। ১০. রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যু। ১১. হয়রানি ও প্রতিবন্ধকতা। ১২. চোরাচালান পরিস্থিতি ও প্রতিরোধে করণীয়। ১৩. কর্মপরিবেশসহ আনুষঙ্গিক বিষয়। ১৪. কারিগরি শিক্ষায় জুয়েলারি শিল্প।

প্রতিবেদন প্রকাশ বা প্রচারের সময়সীমা :  ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে প্রকাশিত বা প্রচারিত সংবাদ প্রতিবেদন ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য বিবেচিত হবে।

প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম : ১. একজন সাংবাদিক শুধুমাত্র একটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দিতে পারবেন। একজন একটির বেশি প্রতিবেদন জমা দিতে পারবেন না। তবে কোনো বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত বা প্রচারিত হলে সবগুলো পর্ব মিলে একটি প্রতিবেদন বিবেচিত হবে। ২. সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত শুধুমাত্র সংবাদ প্রতিবেদন এই পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। কলাম, প্রবন্ধ-নিবন্ধ বা মতামতভিত্তিক লেখা পুরস্কারের জন্য বিবেচিত হবে না। টেলিভিশনের ক্ষেত্রে শুধু নিউজ বুলেটিনে প্রচারিত প্রতিবেদন জমা দেওয়া যাবে। কোনো ধরনের অনুষ্ঠান পুরস্কারের জন্য বিবেচিত হবে না। ৩. কোনো সংবাদপত্রের ওয়েব পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

৪. সংবাদপত্র (বাংলা ও ইংরেজি উভয়) এবং অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে প্রকাশের তারিখসহ মূল কপি এবং কম্পোজ করা এক কপি প্রতিবেদন জমা দিতে হবে। মূল কপি সংশ্লিষ্ট সংবাদপত্র ও অনলাইনের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের (যে কোনো একজনের) সত্যায়িত হতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/অনলাইনের নাম উল্লেখ করা যাবে না। এটি সত্যায়িত করারও প্রয়োজন নেই। ৫. টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে প্রচারিত রিপোর্টের ভিডিও সিডি/পেনড্রাইভে জমা দিতে হবে। সেই সঙ্গে সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) রিপোর্টের লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্ট প্রচারের তারিখ উল্লেখসহ সংশ্লিষ্ট টেলিভিশনের বার্তা প্রধান/প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ৬. প্রতিবেদনের সঙ্গে প্রতিবেদকের মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানাসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং এক কপি ছবি জমা দিতে হবে।

প্রতিবেদন জমা দেওয়ার সময় : অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেতে আগ্রহী সাংবাদিকদের আগামী ১৫ জুলাই, ২০২৪ বিকাল ৫টার মধ্যে বাজুস অফিসের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে প্রতিবেদন জমা দিতে হবে। খামের ওপর সুস্পষ্টভাবে ক্যাটাগরি উল্লেখ করতে হবে। প্রতিবেদন জমার ঠিকানা : বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্থপথ, ঢাকা-১২১৫, বাংলাদেশ। ফোন : +৮৮০২৫৮১৫১০১২, হটলাইন : +৮৮০৯৬১২১২০২০২। ইমেইল : [email protected] ওয়েবসাইট : www.bajus.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here