নরসিংদীর রায়পুরায় সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং রায়পুরা আসনের সাত বারের নির্বাচিত এমপি রাজি উদ্দিন আহাম্মেদ রাজু।
এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং প্রশাসনিক কর্মকর্তারা এমপি ফরিদা ইয়াসমিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমপি ফরিদা ইয়াসমিনের আগমনের খবরে এলাকার উচ্ছ্বাসিত নেতাকর্মীরা ভাস্কর অলি মাহামুদের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বরণ করে রায়পুর উপজেলা পরিষদে নিয়ে আসেন। পরে উপজেলা পরিষদে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার বিকেলে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে এমপি ফরিদা ইয়াসমিনকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা, রায়পুরার লোচনপুর ও রায়পুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজনিল শহীদ চৌধুরীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি, এমপি ফরিদা ইয়াসমিন, শিক্ষাবিদ কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কার্নিজ লাকি, রায়পুরা থানার অফিসার্স ইনর্চাজ সাফায়েত হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।