জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, তিনি আশাবাদী দোহায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা আলোচনায় সফল হবেন। এই আলোচনায় গাজায় আটক বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি স্থল অভিযান বন্ধ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে দোহায় এটাই ফোকাস। যুদ্ধ কেবল তখনই বন্ধ হবে যখন আমরা জিম্মিদের সমস্যার সমাধান করতে সক্ষম হবো।’
তিনি বলেন, আমরা এমন এক ভয়াবহ পরিস্থিতিতে রয়েছি যেখানে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হওয়া দরকার। আমরা দেখছি মাঠে কী ঘটছে এবং আমাদের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে।