মুশফিক-আইশার অন্যরকম প্রেমের গল্প ‘তোমাতে হারাই’

0

শহরের এক রাস্তায় ছাদখোলা গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন শোয়েব। হঠাৎ উপর থেকে ফুল এসে পড়ে তার গায়ে। শোয়েব উপরে তাকিয়ে দেখে, এক সুন্দরী মেয়ে তাকে ফুল ছুঁড়ে মেরেছে। সেই প্রথম দেখা। কিছুদিন পর শোয়েব রাস্তায় জ্যামে আটকে আছে। তখন দেখে সেই মেয়েটিই তাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে! শোয়েব এবার নিশ্চিত হয়, মেয়েটি তাকে ভালোবাসে অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। 

কিন্তু কেন? কে এই অচেনা মেয়ে? কী চায় শোয়েবের কাছে! এমন সব প্রেমময় রহস্যের জবাব মিলবে ঈদের নাটক ‘তোমাতে হারাই’ দেখলে। যাতে শোয়েব চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অচেনা মেয়ের চরিত্রে আইশা খান। দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here