গলাচিপায় কিশোর গ্যাংয়ের হাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

0

গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত জিসান ডাক (১৮) নামে এক কলেজছাত্র গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন। জিসান উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মশিউর রহমান নান্নু ডাক এর ছোট ছেলে। তিনি হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের এক সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড়ো হতে বলে।

ঢাকায় চিকিৎসা শেষে জিসানকে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে ৫-৬ ঘণ্টা অবস্থানের পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here