ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা, বাধার মুখে ফিরে গেল মার্কিন গোয়েন্দা বিমান

0

ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী।

নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের ‘তাসনিম’ বার্তা সংস্থা রবিবার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, “হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।”

মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের বিমান ইপি-থ্রিই নির্মাণ করেছে।  বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমান বাহিনী বহুবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেওয়া হবে না। এই বাহিনী শত্রুদের বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের যেকোনও অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে। সূত্র: প্রেসটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here