ইউরোপ আমেরিকা ছাড়া এশিয়াতেও তুমুল উত্তাপ আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে। গত ৪ ফেব্রুয়ারি প্রিয় তারকার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন হংকংয়ের সমর্থকরা। প্রায় ৪০ হাজার টিকেট নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠেই নামেননি আর্জেন্টাইন মহাতারকা। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মেসি সমর্থকরা।
পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ইন্টার মিয়ামি মালিক ডেভিড বেকহ্যাম ও কোচ জেরাডো মার্টিনোকে দুয়োধ্বনি দিয়েছে স্বাগতিক ভক্তরা। এ নিয়ে হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়োজকদের এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে বিক্রিত টিকেটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।