ম্যান্ডেট চুরির প্রতিবাদে ঈদের পর লং মার্চ করবে পিটিআই

0

ঈদুল ফিতরের পর কারচুপি ও জনগণের ম্যান্ডেট চুরির বিরুদ্ধে লং মার্চ ও অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

পিটিআই আরও সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত দলে সত্যিকারের জনসাধারণের ম্যান্ডেট ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতাসীন সরকারের সাথে কোনও সংলাপে না বসারও সিদ্ধান্ত নিয়েছে পিটিআই।

তিনি আরও বলেন, পিটিআই অন্যান্য দলের সাথে পরামর্শ করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়গুলো দেখছে। যদিও জনগণের ম্যান্ডেট ফিরে পাওয়ার কোনও আশা নেই।

তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জাতির ম্যান্ডেট কেড়ে নিয়েছেন এবং ‘বন্দুকের নলের মুখে শাসন করছেন’। ফর্ম-৪৫-এর নির্বাচিত প্রতিনিধিরা শিগগিরই ‘ভুয়া’ শাসকদের ক্ষমতাচ্যুত করবেন বলে আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here