এবারও রমজানে রেমিট্যান্স প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বেড়েছে। রমজানের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি মার্চের প্রথম ১৫ দিনে ১০২ কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় ১১ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে) রেমিট্যান্স এসেছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের মাস ফেব্রুয়ারিতে দেশে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।