দীর্ঘ ৫ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি রিপন মিয়া এ ব্যাপারে জানান, পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মীসভার আনুষ্ঠিকতা শুরু হবে।
সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া নতুন কমিটিতে স্থান পেতে শাবিপ্রবির ১১১ জন পদপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ সেলে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলেও জানান তিনি।