বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম দিল ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

0

সাম্প্রতিক সময়ে লন্ডন ও বার্মিংহামে ৩ পৃথক ঘটনায় মসজিদ থেকে নামাজ ফেরত বয়স্ক মুসল্লিদের উপর বর্বর হামলা করা হয়। এতে তারাবি নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে আস্থা ফিরিয়ে দিতে ব্রিটেন ভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের হাতে সেফটি অ্যালার্ম বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে এই অ্যালার্ম বিতরণ করা হয় রবিবার তারাবির নামাজের পর।

এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বয়স্ক মুসল্লিরা। তারা বলেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম কাজে লাগবে।

এই বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, সুহেদ আহমেদসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here