ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা কারাগারে থাকা ১ হাজার ১০০ হাজতি ও কয়েদির মধ্যে স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর খাবার পরিবেশেন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ইফতারের আগে মন্ত্রীর পক্ষ থেকে এসব উন্নত মানের খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগির মাংস, গরুর মাংস, ছোলা বুট, পিঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি।
এ ব্যাপারে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১ হাজার ১০০ নারী-পুরুষ হাজতি ও কয়েদি আছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কারাগারের সকল বন্দীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা তা হাজতি ও কয়েদিদের মধ্যে সরবরাহ করেছি।