তিন ম্যাচের শেষ ম্যাচে চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে হাসেনি শান্তর ব্যাট। ৫ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি।
তবে টাইগারদের সেরা পারফরমার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সবমিলিয়ে ৩ ইনিংসে একটি সেঞ্চুরি ও ফিফটিসহ ১৬৩ রান করেছেন শান্ত। গড় ৮১.৫। সেইসঙ্গে দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়া তো ছিলই।
তাই স্বাভাবিকভাবেই শান্ত হয়েছেন সিরিজ সেরা।