গত এক দশকে পশ্চিম এশিয়ায় অস্ত্র আমদানি ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান (এসআইপিআরআই)।
সুইডেন ভিত্তিক এই সংস্থা সামরিক সংঘাত এবং অস্ত্র কেনাবেচা নিয়ে গবেষণা করে থাকে।
সংস্থাটি বলছে, মিশর ও কাতারের অস্ত্র কেনার পরিমাণ যথাক্রমে ১৩৬ ও ৩৬১ শতাংশ বেড়েছে।
এসআইপিআরআই বলছে, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে বিশ্বে গড় অস্ত্র বিক্রি আগের মতো থাকলেও আমেরিকা, ফ্রান্স ও জার্মানি থেকে অস্ত্র রপ্তানি অনেক বেড়েছে। একই সময়ে রাশিয়া ও চীন থেকে অস্ত্র রপ্তানি অনেক কমেছে।
বিশ্বের অস্ত্র রপ্তানিকারক শীর্ষ পাঁচ দেশের তিনটি হলো আমেরিকা, ফ্রান্স ও জার্মানি। এর মধ্যে এখনও অস্ত্র রপ্তানিতে আমেরিকাই শীর্ষে রয়েছে। বিশ্বের মোট অস্ত্রের ৩৭ শতাংশই রপ্তানি করে আমেরিকা। এক দশক আগে এর পরিমাণ ছিল ৩২ শতাংশ।