জুলাই মাসের এক তারিখ থেকে রেলের ভাড়া বৃদ্ধি করা হবে নানা মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
ঈদের আগে আগামী এপ্রিল থেকে রেলের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।
তবে রেলের রেয়াত পদ্ধতি বাতিলের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে রেয়াতের বিষয়টি নিয়ে আলোচনা হবে।