সেন্টপিটার্সবুর্গের ক্যাফেতে বিস্ফোরণে রাশিয়ার বিখ্যাত সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি মারা গেছেন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্ট্রিট ফুড বার নামের ক্যাফের ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছে।
তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানকে সমর্থন করতেন।
তিনি ওই ক্যাফের একটি অনুষ্ঠানের অতিথি বক্তা ছিলেন। সেখানেই একটি বোমার বিস্ফোরণ ঘটে।
সূত্র: বিবিসি