পর্তুগালের রাজধানী লিসবনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল কর্তৃক আয়োজিত ইফতার ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানী লিসবনের বাঙ্গালী অধ্যুষিত মার্তিমনিজের টেস্ট অব লিসবন রেস্টুরেন্ট মোহাম্মদ আব্দুল লতিফ কয়েছ এর সভাপতিত্বে, মোঃ ইরন মিয়া তালুকদার এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল হক জসীম, সাজিদুল আলম, দিলোয়ার হোসেন, ফজলুল হক এনাম, আমিরুল হক, গোলাম এহিয়া রোপন, গোলাম মাহমুদ আজম, মোশাররফ হোসেন, সাইফুল হক, আজমল হুসেন, শামসুজ্জামান জামান, মিজানুর রহমান শাহ জামাল, হারুনুর রশিদ, আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, জাকির হোসেন, মাসুম আহমদ, প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা পর্তুগাল বসবাসরত ছাতক অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন বিপদে, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সেবামূলক কাজ করার জন্য পাশে থাকার আহ্বান জানান। এছাড়াও পর্তুগালে আসা নতুন প্রবাসীদের অভিবাসন আইনের বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
ইফতার পূর্বে দেশ এবং প্রবাসে বসবাসরত সকল প্রবাসীদের সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ছাতকের প্রবাসী রুপম আহমেদ।