৫৮ বছরে ফের পুত্রসন্তানের জন্ম দিলেন সেই সিধু মুসওয়ালার মা

0

প্রায় দুই বছর আগে গুলি করে হত্যা করা হয়েছিল ভারতের পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় গায়ক সিধু মুসওয়ালাকে। সেই পাঞ্জাবি গায়কের খুনের পর আবারও সন্তান প্রসব করলেন তার ৫৮ বছর বয়সী মা চরণ কৌর। আবারও এক পুত্র সন্তান হয়েছে বলে সিধু মুসওয়ালার বাবা সরদার বলকৌর সিধু (৬০) সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।

রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সিধুর বাবা বালকৌর সিং। এ ছবিতে দেখা যায়, নবজাতককে কোলে নিয়ে বসে আছেন তিনি। আর ক্যাপশনে লেখেছেন, ‘লাখ মানুষের আশীর্বাদে আমাদের জীবনে শুভর ছোট ভাই এসেছে। যারা শুভদীপকে ভালোবাসতেন তাদের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। ওয়াহে গুরুর আশীর্বাদে পরিবারের সবাই ভালো আছেন। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

ওই বছরের ২৯ মে বিকালে পাঞ্জাবের মানসা জেলা শহর থেকে গাড়ি চালিয়ে গ্রামের বাড়ির দিকে যাওয়ার সময় সিধুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আরো দু’জন আহত হয়েছিলেন। পাঞ্জাব সরকার সিধু মুসওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পর ঘটনাটি ঘটেছিল।

সিধুর আসল নাম শুভদীপ সিং সিধু। গানের জগতে সিধু মুসওয়ালা নামেই পরিচিত ছিলেন। মানসার মুসওয়ালা গ্রামের বাসিন্দা সিধু কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দেন। অভিনয় করেছেন কয়েকটি পাঞ্জাবি সিনেমাতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here