ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।
গত শুক্রবার তিনি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বলে গতকাল একাধিক বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইতালি শেষ পর্যন্ত ন্যাটো জোটের অধীনে ইউক্রেনে সেনা মোতায়েন করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তাজানি এই ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নতুন করে টিএফ-২ এবং ফ্রান্স-২ টেলিভিশন চ্যানেলকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো উচিত। এরপর ইতালির পররাষ্ট্রমন্ত্রী কার্যত ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করলেন। সূত্র : পার্সটুডে।