রাজবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেলপথ মন্ত্রীর শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের অম্রকানন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি। জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু শিশুদের অনেক স্নেহ করতেন। আমাকেও অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। সেই স্মৃতি নিয়ে পথ চলছি।

সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

আলোচনা সভায় জেলা-উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here