জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পটিফাই ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখার সুবিধা চালু করছে। যা নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করা হয়েছে।
প্রাথমিকভাবে ১১টি দেশে এই পরীক্ষা শুরু হয়েছে। এই দেশগুলোর স্পটিফাই প্রিমিয়াম ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপে মিউজিক ভিডিও দেখতে পারবেন।
যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং কেনিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
জানা গেছে, স্পটিফাই অ্যাপের প্রতিটি মিউজিকের পাশে Switch to Video ট্যাব দেখা যাবে। এখানে ক্লিক করে ওই মিউজিকের ভিডিও দেখা যাবে।
ফুল স্ক্রিন, ল্যান্ডস্কেপ মোড ছাড়াও বিভিন্নভাবে এই ভিডিও দেখা যাবে। ভিডিওর পাশে লেখা Switch to Audio অপশনে ক্লিক করে ভিডিও বন্ধ হয়ে মিউজিক শোনা যাবে।
ধারণা করা হচ্ছে, এই ফিচার চালুর মাধ্যমে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। কারণ অনেকেই মিউজিক ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন।