ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি, সাবেক স্বামীর মামলা

0

বিতর্কিত ভারতীয় তারকা রাখি সাওয়ান্ত। তার নামের সঙ্গে বিতর্ক সমান্তরালভাবে চলে সব সময়। প্রেমিক আদিল খান দুরানিকে গত বছরের মে মাসে চুপিসারে বিয়ে করেন। সেই খবর প্রকাশ্যে আসার কয়েক মাস পরেই আসে বিবাহবিচ্ছেদের ঘোষণা।

নির্যাতন, ব্লাকমেইলসহ একাধিক অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন স্বামী আদিল। কারাগারে থাকেন মাসখানেক। এরপর জামিনে মুক্তি পেয়ে আবারও বিয়ে করেন আদিল। চলতি মাসে ‘বিগ বস ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন পথচলা শুরু করেন তিনি। তবুও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তার।

বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বাই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুলেছেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ মামলা করেছি রাখির বিরুদ্ধে। যেসব মামলায় সহজেই জামিন পাচ্ছেন না তিনি। সে কারণেই কয়েকমাস ধরে ভারত ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। সে যেদিন দেশে ফিরবে, সেদিনই দু’ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here