মুন্সীগঞ্জে ফার্নিচার নকশা নিয়ে দ্বন্দ্বের জেরে মোস্তফা খালাসি (৪২) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা খালাসি যশলং ইউনিয়নের হাঠকান গ্রামের শফিজ উদ্দিন খালাসি ছেলে। ঘটনার সাথে জড়িত রাজন নামের ওই যুবক পলতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘাতক রাজন পাশ্ববর্তী সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দী এলাকার বাসিন্দা।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। ঘাতক রাজনকে আটকের চেষ্টা চলছে।