সুস্থ বিবেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কখনও সমর্থন দেবেন না বলে জানিয়েছেন তার সময়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
শুক্রবার একথা সাফ জানিয়ে দিয়েছেন মাইক পেন্স।
এবার প্রাইমারি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনিও চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি অনুকূলে না দেখে তিনি সটকে পড়েন। আস্তে আস্তে অন্যরাও সরে পড়েন।
এবার মাইক পেন্স বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন, “আমাদের ক্ষমতার চার বছরে যেসব রক্ষণশীল এজেন্ডা নিয়ে কাজ করেছি- ট্রাম্প তার সঙ্গে সাংঘর্ষিক এজেন্ডা অনুসরণ করছেন। এ কারণে আমি সুস্থ বিবেক নিয়ে তার এই প্রচারণায় সমর্থন দিতে পারছি না।” সূত্র: সিএনএন