স্পেন দলে ডাক পেলেন ১৭ বছর বয়সী কুবারসি

0

বার্সেলোনার হয়ে দুর্দান্ত পাফরমেন্সের পুরস্কার পেয়েছেন টিনএজ সেন্ট্রাল ডিফেন্ডার পও কুবারসি। কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে এ মাসের অনুষ্ঠিতব্য দু’টি প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন তরুন এই ডিফেন্ডার। 

এ দুই ম্যাচে যদি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে ১৭ বছর বয়সী কুবারসি খেলার সুযোগ পান তবে সবচেয়ে কম বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে স্পেনের হয়ে খেলার রেকর্ড গড়বেন। এতে করে তিনি ১৮ বছর বয়সে অভিষিক্ত সার্জিও রামোসের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন। এবারের মৌসুমে বার্সেলোনার প্রথম দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে মাঠ মাতাচ্ছেন কুবারসি। 

বার্সেলোনার হয়ে লা লিগায় নয় ও কোপা ডেল রে’তে আরও দুটি ম্যাচ খেলেছেন কুবারসি। 
আগামী ২২ মে লন্ডনে কলম্বিয়া ও চারদিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেন প্রীতি ম্যাচে অংশ নিবে।

স্কোয়াড

গোলরক্ষক : রেমিরো, উনাই সাইমন, ডেভিড রায়া

ডিফেন্ডার : ডানি কারভাহাল, জেসুস নাভাস, পেড্রো পোরো, অমারিক লাপোর্তে, রবিন লি নোরমান্ড, ড্যানিয়েল ভিভিয়ান, পও কুবারসি, হোসে লুইস গায়া, আলেহান্দ্রো গ্রিমালডো।

মিডফিল্ডার : রডরিগো হার্নান্দেজ, মার্টিন জুবিমেন্ডি, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ, এ্যালেক্স বায়না, অহিয়ান সানকেট।

ফরোয়ার্ড : জোসেলু, মোরাতা, ডানি ওলমো, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, জেরার্ড মোরেনো, মিকেল ওয়ারজাবাল, পাবলো সারাবিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here