বাজার নজরদারি কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর বাজার রোডে অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। অভিযানের বিষয়টি টের পেয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে দোকানি ও কর্মচারীরা।
শনিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। তবে এর আগে বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযান টের পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েছে। নিয়মানুযায়ী ব্যবসা করলে কাউকে তো জরিমানা করা হয় না। তারপরও অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।