শ্লীলতাহানির অভিযোগে ‘স্কুইড গেম’ অভিনেতাকে কারাদণ্ড

0

যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’খ্যাত প্রবীণ অভিনেতা ও ইয়াং-সু। তাকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেওংনাম আদালত আট মাসের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ৪০ ঘণ্টা যৌন শিক্ষা ক্লাসে উপস্থিত থাকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 

জানা গেছে, এই অভিনেতা ২০১৭ সালের মাঝামাঝি সময়ে একজন নারীকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। এ নিয়ে অভিযোগের পর সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ, এমনটা কোনওভাবেই আদালতে প্রমাণ করতে পারেনি তার পক্ষের উকিল। 

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ‘স্কুইড গেম’ সিরিজটি বিশ্বব্যাপী ঝড় তোলে। এক মাসের মধ্যে ১১১ মিলিয়ন ভিউজ হয় এই কোরিয়ান সিরিজের। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তার নিরিখে কে-পপ সেনসেশন বিটিএস এবং একাডেমি অ্যাওয়ার্ড-বিজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর পরেই ছিল ‘স্কুইড গেম’-এর নাম। এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ইয়ং-সু-কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here