মাত্র ৮০০ রুপি বেতন পেতন মুকেশ পত্নী নীতা!

0

নীতা আম্বানির গলার এক হারের দামই চার-পাঁচশ’ কোটি টাকা। তার পান করা এক বোতল পানির দামই নাকি কয়েক লাখ টাকা। তার হাতের তারায় এখন নাচে অনেক গ্রহ তারা।

আর সেই নীতা আম্বানি নাকি একসময় চাকরি করতেন মাত্র ৮০০ রুপিতে।

বিয়ের আগেই নীতা সান ফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা শুরু করতেন। সেখানে মাসে বেতন পেতেন ৮০০ রুপি। এক পুরোনো সাক্ষাৎকারে নীতা নিজেই এই তথ্য জানিয়েছিলেন।

১৯৮৫ সা ঝটিকা প্রেমের পর মুকেশকে বিয়ে করেন নীতা। বিয়ের পরওতিনি তাঁর শিক্ষকতার চালিয়ে যাচ্ছিলেন। কিছু লোক হাসাহাসি করলেও নীতার দাবি শিক্ষকতা নিয়ে তিনি সন্তুষ্টই ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here