আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর জানাজা আজ শনিবার সকাল পৌনে ৯টায় তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
লাশবাহী ফ্রিজেন গাড়িতে তার মরদেহ সকালে জানাজাস্থলে আনা হলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছায়দুল হাসান তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরইমধ্যে গোলাম আরিফ টিপুর মরদেহবাহী গাড়িটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেখানে জানাজা শেষে তাকে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।
১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটির অদূরে কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তার শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।
গোলাম আরিফ টিপুর পিতা আফতাব উদ্দিন আহমদ ছিলেন তৎকালীন জেলা রেজিস্ট্রার। ৯ ভাই বোনের মধ্যে গোলাম আরিফ টিপু ছিলেন দ্বিতীয়।