হামাস ও হুথির শীর্ষ নেতাদের মধ্যে বিরল বৈঠক, দাবি রিপোর্টে

0

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির শীর্ষ নেতাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসরায়েলের তাদের বিভিন্ন পদক্ষেপের সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। এতে বলা হয, দুটি (হামাস ও ইসলামিক জিহাদ) ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারা, সেইসাথে মার্কসবাদী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, গত সপ্তাহে হুথি প্রতিনিধিদের সাথে এই ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করে।

তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ফিলিস্তিনি ও ইয়েমেনি গোষ্ঠীগুলো গাজার রাফায় সম্ভাব্য ইসরায়েলি স্থল হামলার বিষয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো সংবাদমাধ্যমকে জানায়। সূত্র: আল জাজিরা, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here