শরীয়তপুর-ঢাকা মাহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় মোঃ শাফিন নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর সুপার সার্ভিস নামের বাসটিকে আটক করেছে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মায়ের সাথে বিকেলে শিশুটি মাদ্রাসায় আসছিল। পথমধ্যে বাসস্টান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় শরীয়তপুর সুপার সার্ভিস বাসের চাপায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।