বাড়ি ফিরে ইফতার করা হলো না সাইফুল ইসলামের (৩৫)। সড়ক কেড়ে নিল তার প্রাণ। সাইফুল ফেনী এসেছিলেন ব্যবসার কাজে। কথা ছিলো ফিরে গিয়ে পরিবারের সবার সাথে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না।
শুক্রবার ইফতারের একটু আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। কুমিল্লার চৌদ্দগ্রাম অভিমুখী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন।
এ ঘটনায় সিএনিজ চালক মো. রাসেল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফেনী জেনালের হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রুহুল মোহসেন সুজন সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।