ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ গাজায় রাফাহ অভিযানের অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের মধ্যে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়াও অন্তর্ভুক্ত থাকবে।
শুক্রবার বিকালে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পরে তার কার্যালয় এই তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় রাফাহ এলাকায় অবস্থান করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনির পরিণতির ভয়ে নেতানিয়াহুর এই পদক্ষেপের বিরোধিতা করেছে।
রাফাহতে অবস্থানকারীদের মধ্যে অনেকে উত্তর গাজায় বোমা হামলা থেকে বাঁচতে সেখানে পালিয়ে গেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার বলেছেন, রাফায় বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলকে অবশ্যই একটি বিশ্বাসযোগ্য এবং বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
বৃহস্পতিবার মার্কিন জাতীয় সুরক্ষা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেন, বাইডেন প্রশাসন এখনও এ জাতীয় পরিকল্পনা দেখেনি।