আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে ৮ মার্চ এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ও লেখক ড. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক এবং সভা পরিচালনা করেন ফোরামের সহ সাধারণ সম্পাদক হিরু চৌধুরী।
সভায় নারী আন্দোলনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন লায়লা খালেদা, ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আখতারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মিনহজ আহমেদ শাম্মু। বক্তারা নারীদের কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য ও শিক্ষা ক্ষেত্রে পথে ঘাটে যৌন হয়রানি বন্ধ, পারিবারিক সহিংসতা বন্ধ করে সমাজে নারী পুরুষের সম্মিলিত শ্রমে দেশকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশ শেষে নারী দিবসের আলোকে আবৃত্তি করেন আতিয়া সীমা, হেমন্তী ওয়াহিদ, পারভীন সুলতানা। সংগীত পরিবেশন করেন মুক্তি সরকার, সুপর্ণা ভৌমিক রিমা, রফিকুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য রায়, তবলায় সহযোগিতা করেন চামেলী গোমেজ, মন্দিরা বাজিয়ে শোনান নৃত্য গুরু শিল্পী শহীদ উদ্দিন।