প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন মমতা ব্যানার্জি

0

পড়ে গিয়ে গুরুতর আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতালে চিকিৎসা নিয়ে কালীঘাটের বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মমতা। 

তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জির আহত হওয়ার খবর প্রথম জানানো হয়। সাথে আঘাত প্রাপ্ত মমতার কয়েকটি ছবিও পোস্ট করা হয় এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয়। 

এরপর সেখান থেকে রাতে নিজের গাড়িতে করে ফিরে আসেন কালীঘাটের বাড়িতে। ওই গাড়িতেই ছিলেন ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং কাজরী বন্দ্যোপাধ্যায়। আপাতত বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।  

অভিষেক ব্যানার্জী জানান, ‘মুখ্যমন্ত্রীর মাথায় গুরুতর চোট লেগেছে। তার কপালে চারটি সেলাই পড়ে। বাংলার মানুষের আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠবেন।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here