দিল্লি, মোহালি, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদসহ ভারতের চারটি শহরে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) ক্রিকেট ম্যাচ দেখতে আসা দর্শকরা ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) এবং ‘জাতীয় নাগরিক পঞ্জী’ (এনআরসি) সম্পর্কিত কোন প্রতিবাদী ব্যানার, পোস্টার বহন করতে পারবেন না। এই মর্মে একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। এই চার শহরে আইপিএল ম্যাচ দেখার জন্য যেসব দর্শকরা অনলাইনে টিকিট বুক করছেন সেখানেই ওয়েবসাইটে ভেসে উঠছে এই নির্দেশিকা।
এবারের আইপিএল মাচ্যে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের টিকিটিং অংশীদার হিসেবে রয়েছে ‘Paytm Insider’ নামে একটি সংস্থা। এই টুর্নামেন্টে বেশ কয়েকটি তালিকাভুক্ত বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে- যার মধ্যে অন্যতম একটি হল CAA) NRC সম্পর্কিত প্রতিবাদী ব্যানার প্রদর্শন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর সাথে পরামর্শ করেই সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় কারণ বৃহৎ পরিসরে স্পোর্টিং ইভেন্টগুলি কোনও রকম সংবেদনশীল রাজনৈতিক বা সরকারি নীতি সক্রান্ত বিষয়গুলির প্রচারের অনুমতি দেয় না।
নাম প্রকাশ না করার শর্তের এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেন, ‘কোনটা করা যাবে, কোনটা করা যাবে না- বিসিসিআই-এর পরামর্শেই ফ্র্যাঞ্চাইজিগুলি তার তালিকা তৈরি করে এবং তাই যদি এই ধরনের পরামর্শ সামনে আসে তাহলে ভেবে নিতে হবে যে, সেখানে বোর্ডের অনুমোদন আছে, অন্যথায় এটি ওয়েবসাইটে প্রদর্শিত হবে না।’
যদিও এ ব্যাপারে বিসিসিআই’এর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে বড় ধরনের কোন ফুটবল টুর্নামেন্টের আগে ফিফা যে ধরনের সিদ্ধান্ত গ্রহন করে থাকে বিসিসি ও ঠিক সেই পথেই চলতে চায়।