নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় জাহিদ আলী (২৭) নামের এক হেল্পারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক জুয়েল আলী জানান, চট্রগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাওয়ার পথে আগ্রাণ এলাকায় পৌছালে সামনে হটাৎ থেমে যাওয়া আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।