ভয়াবহ বিস্ফোরণস্থল থেকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিকদের দূরে ঠেলে দেওয়ার ভিডিও প্রকাশের পর পুলিশি হয়রানির ‘বিরল প্রতিবাদ’ জানিয়েছে দেশটির সাংবাদিক সংগঠন।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি সমর্থিত অল-চায়না জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এজেসিএ) বলেছে, ‘বৈধ সাক্ষাৎকার একজন সাংবাদিকের অধিকার।’
খবর অনুসারে, উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমের দুই সাংবাদিককে রিপোর্ট করতে বাধা দেওয়ার ভিডিও প্রকাশের পর এই অস্বাভাবিক প্রতিবাদ এলো।
একটি রেস্তোরাঁয় গ্যাস লিকের জেরে বিস্ফোরণের সূত্রপাত হয় বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় দুইজন নিহত ও ২৬ জন আহত হন।
একটি ভিডিওতে ইউনিফর্ম পরা এক ব্যক্তিকে সিসিটিভির রিপোর্টার ইয়াং হেইলিং-এর সম্প্রচারে বাধা দিতে দেখা যায়।
একই ভিডিওতে জু নামে আরেক সাংবাদিকবে বলতে শোনা যায়, আমরা তিনজন সাংবাদিক এক ডজন লোক দ্বারা বেষ্টিত। এক ডজন লোক আমাদের ঠেলে দিয়েছে, আসুন এবং দেখুন।