আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় বিএনপিকর্মী গ্রেফতার

0

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে বিকৃত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তবিবর তালুকদার (৪০)। আলফাডাঙ্গা কামারগ্রাম এলাকার মৃত মাজেদ তালুকদারের ছেলে এই তবিবর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী। 

শনিবার রাতে তবিবরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের। 

আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, ‘এ মামলায় গ্রেফতার তবিবরকে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। আজ রবিবার থেকেই এ কার্যদিবস গণনা শুরু হবে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here